সুনামগঞ্জের ফুটবল খেলা বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

0
562
blank
blank

কে এম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধি: সারাদেশে ফুটবল খেলার জোয়ার সুনামগঞ্জ স্টেডিয়ামে বন্ধের দুয়ার” “সারাদেশে হচ্ছে ফুটবল খেলা সুনামগঞ্জে ডুবল ভেলা” এই স্লোগান গুলোকে সামনে রেখে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ফুটবল খেলা বন্ধের ও ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ২টায় জেলা শহরের সকল খেলোয়ার বৃন্দের আয়োজনে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন, ফুটবলার আহসান জামিল আনাস, আব্দুর রহমান জুয়েল, সামিউল হক, সুমন বখত, সুমিত, লিগান, কল্লোল তালুকদার প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সুনামগঞ্জের অনেক ফুটবলার জাতীয় দলে তাদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এক সময় সুনামগঞ্জে নিয়মিত ফুটবল লীগ অনুষ্ঠিত হত। কিন্তু বর্তমানে সুনামগঞ্জের স্টেডিয়ামে কোন ধরণের খেলা ধুলা হয়না। ফলে আমরা সুনামগঞ্জের সোনার ছেলেরা আজ মাদকাসক্ত হয়ে নানা ধরণের সমাজবিরোধী কাজে জড়িয়ে পড়ছে।
বক্তারা আরো বলেন, যদি আমাদের মানববন্ধনের সাত দিনের ভিতর সুনামগঞ্জের স্টেডিয়ামে ফুটবল খেলা সহ সকল ধরণের খেলা ধুলা না দেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব।