সুনামগঞ্জের ১১ উপজেলায় ধান কাটা উৎসব

0
1066
blank
blank

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের হাওরজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। হাওরে সব কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতে ও উৎসবের আমেজ ছড়িয়ে দিতে একযোগে সব উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ধান কাটা উৎসব।
রবিবার (২১ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন হয়। এতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগের কর্মকর্তা, কৃষকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন। এছাড়া এদিন দুপুরে জেলার ১১টি উপজেলায় একযোগে ধান কাটা উৎসবের উদ্বোধন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ। বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাসের সভাপতিত্বে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ বরকতুল্লাহ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ এমরান হোসন, জেলা কৃষি বিভাগের উপপরিচালক বশির আহমদ সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ।

জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ জানান, আবহাওয়া এখন পর্যন্ত ভালো। যদি আরও ২০ থেকে ২৫ দিন সময় পাওয়া যায় তাহলে কৃষকেরা তাদের ধান নির্বিঘ্নে গোলায় তুলতে পারবেন। কৃষকদের ধান কাটায় উৎসাহিত করতেই জেলাজুড়ে এই উৎসবের আয়োজন।

সুনামগঞ্জে এবার ২ লাখ ২৪ হাজার ৪৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯ লাখ ৭৫হাজার মেট্রিক টন।