সুনামগঞ্জ-২ আসনের উপ-নির্বাচন নিয়ে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

0
788
blank
blank

কেএম শহীদুল ইসলাম: সুনামগঞ্জ-২ শুন্য আসনের উপ-নির্বাচনের আইনশৃংখলা বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সুনামগঞ্জ সার্কিট হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার ও ব্রি: জেনা:(অব:) সাহাদৎ হোসেন চৌধুরী। এ সময় সুনামগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবাসী ছায়েদ আলী মাহবুব হোসেন, পুলিশ সুপার মো: হারুন অর রশিদ, ৮বিজিবি’র কমান্ডিং অফিসার ল্যা: কর্নেল নাছির উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সুনামগঞ্জ-২ আসনের রিটানির্ং অফিসার এস এম এজহারুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আইনুন নাহার পান্নাসহ নির্বাচনী কাজে নিয়জিত সকল উর্দ্ধতন কর্মকর্তারা।
নির্বাচন কমিশনারা উপ-নির্বাচনের পরিস্থিতি সন্তোষজনক আছে স্বীকার করে বলেন, সকলের সহযোগিতায় সুষ্টু ও সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। কোন ভাবেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করা যাবে না। যে কোন মুল্যে গ্রহনযোগ্য ও সুষ্টু নির্বাচন করতে জিরো টলারেন্স দেখাতে হবে। আগামী ৩০ মার্চ দিরাই শাল্লা সুনামগঞ্জ-২ আসনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের শুন্য আসনে আওয়ামীলীগ প্রার্থী জয়া সেনগুপ্ত নৌকা প্রতিক ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন রেজু সিংহ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন।