স্বাধীনতা ভূলুণ্ঠিত, জনগণ আতঙ্কিত: দুদু

0
545
blank
blank

ঢাকা : বিএনপির ভাইস-চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদু বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জনগণের অর্জিত অধিকার স্বাধীনতা আজ ভূলুণ্ঠিত। মানুষ আজ দিশেহারা আতঙ্কিত, দেশের শ্রমিক-কৃষক ঘামের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত। গোটা দেশ আজ জালিম সরকারের শোষণ-নিপীড়নের অভয়ারণ্যে পরিণত হয়েছে।’

রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন বিতরণের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাবেক এ সভাপতি বলেন, ‘দেশে আজ একাত্তরের অর্জিত অধিকার ভূলুণ্ঠিত, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী মিথ্যা মামলায় অবিচারের কারাগারে বন্দি আর আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশ মানুষ যাকে মনে করেন সেই নেতা তারেক রহমান স্বাচ্ছন্দ্যে দেশে ফিরতে পারছেন না।’

তিনি বলেন, ‘সারা দেশে হাজার হাজার নেতাকর্মী হয় জেলে না হয় গুমের মধ্যে মৃত্যুর মুখোমুখি। প্রায় ২৬ লক্ষ মামলা নিয়ে নেতাকর্মীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, দেশে কৃষক ও শ্রমিক তার ঘামের ন্যায্যমূল্য পাযচ্ছে না, কোরবানির চামড়া রাস্তায় ফেলে দেয়া হচ্ছে আর নারী তার মর্যাদা নিয়ে থাকতে পারছে না।’