স্বার্থ বিসর্জন দিয়ে তিস্তার পানি দেয়া যাবে না: মমতা

0
768
blank
blank

রাজ্যের স্বার্থ বিসর্জন দিয়ে তিস্তার পানি দেয়া যাবে না বলে জানয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তোর্সা ও মানসাই নদীর পানি নিয়ে আলোচনা হতে পারে। সোমবার কোচবিহারে একটি প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মমতা বলেন, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আগে তো ফারাক্কার পানি দিয়েছি। পশ্চিমবঙ্গের মানুষ পানি পাওয়ার পর যদি থাকে, তবে নিশ্চয়ই দেব।

মমতা আরো বলেন, বাংলাদেশ যদি পানি না পায়, তাহলে আমরা কী করতে পারি? আমি তো ইতিমধ্যে তিস্তার বদলে তোর্সা, মানসাই নদীর পানির কথা বলেছি। চলতি মাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরের সময় তাকে তিস্তার বদলে বিকল্প প্রস্তাব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ওই সময়ই শেখ হাসিনাকে মমতা বলেন, তিস্তা নিয়ে আমাদেরই অনেক সমস্যা রয়েছে। আপনারা বরং তোর্সা, ধানসিঁড়ি, মানসিঁড়ির মতো উত্তরবঙ্গের অন্য নদীগুলোর পানি নিন।