সড়কের দুই পাশে ট্রাক বাস রেখে চাঁদাবাজি করা হয়: শামীম ওসমান

0
519
blank
blank

নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘পদ্মা সেতুর কাজ শেষ হলে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কে তিনগুণ চাপ বাড়বে। তখন মুক্তারপুর হতে পঞ্চবটি পর্যন্ত ফ্লাইওভার করলেও কোন কাজ হবে না যদি বাকি সড়কে সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকে। সড়ক শুধু চওড়া হলেই হবে না এ সড়কের দুই পাশে এলোপাথারি ট্রাক ও বাস রেখে সেখান থেকে চাঁদাবাজি করা হয়। কিছু ধান্দাবাজ চাঁদাবাজির এ কাজটি করছে। হয়তো তারা আমার নাম ভাঙায় কিংবা প্রশাসনের কারো নাম ভাঙায়। এগুলো দূর করতে হবে।

রায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভুলতা ফ্লাইওভার উদ্বোধন শেষে সাংসদ শামীম ওসমান একথা বলেন। তিনি আরও বলেন, রাস্তা করাটাতো মুখ্য বিষয় না।