হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি নিয়ে দুর্ঘটনার আশঙ্কা

0
915
blank
blank

বগুড়ার শেরপুর উপজেলার কাফুড়া পশ্চিমপাড়া গ্রামে সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটি প্রায় এক বছর আগে ঝড়ে হেলে পড়ে। কিন্তু এত দিনেও সেই খুঁটি সোজা করা হয়নি। খুঁটিতে রয়েছে ১১ কেভি ও ৪৪০ ভোল্টের চালু সঞ্চালন লাইন। তার ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।

একই রকম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শেরপুর পৌর শহরের দত্তপাড়া ও ঘোলাগাড়ী সড়কের আরও দুটি সঞ্চালন লাইনের খুঁটি।
ঝুঁকিপূর্ণ এসব খুঁটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) স্থাপন করা। এই দপ্তরের স্থানীয় বিক্রয় ও বিতরণ বিভাগের সঞ্চালন লাইন। স্থানীয় নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে এই সঞ্চালন লাইনের দেখভাল করা হয়। তবে এটি এখন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে রয়েছে।