১১ হাজার ভোল্টের তারের নিচে ভবন নির্মাণ, বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিক

0
952
blank
blank

দিনাজপুরের ফুলবাড়ীতে ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের নিচে তৈরি হচ্ছে বাড়ি। আজ মঙ্গলবার ছিল বাড়িটির ছাদ ঢালাই। কিন্তু সে সময় রডের সঙ্গে বিদ্যুতের তার স্পর্শ হয়ে বিদ্যুতায়িত হয় রাজু (২০) ও রেজাউল (২১) নামে দুই নির্মাণ শ্রমিক। রাজুর শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তাঁকে ঢাকায় পাঠানো হচ্ছে।

আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের উত্তর সুজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিক সনজন দাসকে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় লোকজন। তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফুলবাড়ী উপজেলার বারাইহাট শাখার আইটি অপারেটর। তাঁর বাড়ি ফুলবাড়ী উপজেলার পূর্ব রাজারামপুর মাছুয়া পাড়া গ্রামে।