১২ ঘন্টা পর দুর্ভোগের পর সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট স্থগিত

0
927
blank

স্টাফ রিপোর্টার: সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়কে বিআরটিসি বাস চালুর প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ডাকা দুর্ভোগ ও হুমকির পরিবহন ধর্মঘট ১২ ঘন্টা পর বিকেল চারটায় স্থগিত করেছে সংশ্লিষ্টরা। বিকাল চারটায় ঐক্য পরিষদের সভাপতি মোজাম্মেল হক এ কথা জানান।
রবিবার রাতে বৈঠক করে ঘোষণা দিয়ে সরকারি বিআরটিসি বাস চালুর প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক শ্রমিকরা। এর প্রতিবাদে জেলার সর্বস্তরের জনতা ক্ষুব্দ হন। রাজনীতিবিদ ও প্রশাসনও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। দুপুরে বিআরটিসি বাস সার্ভিস আনুষ্টানিকভাবে উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। এ সময় তিনি পরিবহন মালিক শ্রমিকদের নৈরাজ্য থেকে ফিরে না আসলে প্রয়োজনে সরকার শক্তি দেখাতে বাধ্য হবেন বলে হুশিয়ারি করেন।
এদিকে ধর্মঘটে আটকা যাত্রীরা পথে পথে পরিবহন মালিক শ্রমিকদের অভিশাপ দিতে দেখা গেছে।