৯ শতাংশ সুদহার বাস্তবায়নে কড়া বার্তা

0
513
blank

অর্থনৈতিক রিপোর্টার : ক্রেডিট কার্ড ছাড়া অন্যান্য সব ধরনের ঋণের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ বাস্তবায়নে আগের একটি সার্কুলার বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক, যা সব ধরনের ঋণে ৯ শতাংশ বাস্তবায়নের জন্য কড়া বার্তা। যেকোনো মূল্যে ঋণের সুদহার ১ অংকে নামিয়ে আনতে হবে।

এর আগে জারি করা (৩০শে মে ২০১৮) ওই সার্কুলার অনুযায়ী, বছরে একবার ঋণের সুদ হার বৃদ্ধির সুযোগ ছিল। ঋণের সুদ হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিলে তা গ্রাহককে কমপক্ষে ৩ মাস আগে নোটিশ দিতে হতো। এছাড়া ঋণের সুদহার ঊর্ধ্বমুখী সংশোধন মেয়াদি ঋণের বেলায় প্রতিবার অনধিক ০.৫০ শতাংশ এবং চলতি মূলধন ও অন্যান্য ঋণের বেলায় প্রতিবার অনধিক ১ শতাংশ মাত্রায় পরিমিত রাখার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। তবে নতুন প্রজ্ঞাপন আগের নিয়ম বাতিল ঘোষণা করা হয়েছে।