এইচ টি ইমামের বক্তব্যের প্রতিবাদে ও শাস্তির দাবিতে মানববন্ধন

0
517


বেরোবি: বিসিএস পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের প্রতিবাদ ও তার শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে ‘মেধা মূল্যায়ন মঞ্চ’ নামে একটি সংগঠন। মঞ্চের যুগ্ম আহ্বায়ক আকবর আলীর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আহ্বায়ক আব্দুল আজিজ।
তিনি বলেন, আমাদের বাবা মা ধান, চাল, ডিম বিক্রি করে আমাদের পড়াশোনার খরচ বহন করে থাকেন। এভাবে কষ্ট করে পড়ালেখা শেষ করে যদি আমাদের চাকরির ক্ষেত্রে দলীয়করণের কারণে আমরা চাকরি না পাই তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াব।
তিনি আরো বলেন, রাষ্ট্রের একজন নীতিনির্ধারণী ব্যক্তি হয়ে এইচ টি ইমাম বিসিএস পরীক্ষা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সাধারণ ছাত্রদের হতাশ করেছে। অবিলম্বে তাকে বিচারের আওতায় এনে শাস্তিও দাবি করেন তিনি। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন মেধা মূল্যায়ন মঞ্চের সদস্য রাফিউল ইসলাম রাফি, সোহাগ গাজি, বাপ্পি, সোহেল রানা, হৃদয়, শাওন প্রমুখ।