জগন্নাথপুর সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুরে পৃথকস্থানে প্রতিপক্ষের হামলায় সংবাদকর্মীসহ ২ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানাগেছে, বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামে বাড়িতে জমে থাকা বৃষ্টির পানি নিস্কাশন নিয়ে গ্রামের স্থানীয় সংবাদকর্মী এমডি মুন্না ও পাশের বাড়ির সুহেল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এমডি মুন্না (২০) গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এদিকে-জায়গা নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের বুলবুল চৌধুরী ও তরমুজ আলীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজনের হামলায় বুলবুল চৌধুরী (৭০) আহত হন। আহতকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।