সরকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে কাজ করছে: প্রতিমন্ত্রী মান্নান

0
503
blank
blank

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ। বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে কাজ করছে। দেশের ৭০ ভাগ এলাকা বিদ্যুতের আওতাভুক্ত হয়েছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ফলে। পর্যায়ক্রমে দেশের প্রতিটা মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে যাবে। বৃহস্পতিবার(১৭ আগষ্ট) সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর, খাঁনপুর, গোতগাঁও, সোনাতলা, কদমতলা ও রসূলপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন ও শোক সভার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান উপরোক্ত কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, গ্রাম গঞ্জের রাস্তাঘাট হয়। দারিদ্র জনসাধারণের মুখে হাসি ফুটে।দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে সকলের প্রতি তিনি আহবান জানান।

স্থানীয় সিরাজ মার্কেটে পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহান আহমদের পরিচালনায় উদ্বোধনী উনুষ্ঠান ও শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন   জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, উপজেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, হবিগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম সোলাইমান মিয়া।

পাইলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মখলুছ মিয়া, নবীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল বারী, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক শফিউল আলম হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, যুক্তরাজ্য প্রবাসী আহমদ আলী, পাইলগাঁও ইউপি শ্রমীকলীগ সভাপতি তমিজ উদ্দিন, ইউপি আওয়ামী লীগ নেতা হাবিজুর রহমান, সাব্বির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমেন আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান সোহাগ প্রমুখ।