Home সর্বশেষ করোনা মোকাবিলায় ৫০৫৪ জন নার্স নিয়োগ

করোনা মোকাবিলায় ৫০৫৪ জন নার্স নিয়োগ

652
0

ঢাকা : ৫ হাজার ৫৪ জন জ্যেষ্ঠ স্টাফ নার্স নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বৃহস্পতিবার এই প্রজ্ঞাপন জারি করা হয়। তাঁদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। এর আগেই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পদায়ন করা কর্মস্থল উল্লেখ করা হবে।
তবে তাঁদের দেশের বিভিন্ন কোভিড-১৯ চিকিৎসার জন্য নিবেদিত হাসপাতালে পদায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

এর আগে গত ২৫ এপ্রিল করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগের বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশ করা নার্সের তালিকা থেকে ৫ হাজার ৫৪ জনকে সাময়িকভাবে নিয়োগ করা হলো। ১২ মের মধ্যে ২ হাজার চিকিৎসক পদায়নের কাজ সম্পন্ন করা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

Previous articleরাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিরূপ মন্তব্য করলেই ব্যবস্থা
Next articleজুনের শুরুতেই ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন: অর্থমন্ত্রী