Home জাতীয় শিগগিরই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিগগিরই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

373
0

শিগগিরই করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন একটি দৈনিক পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, টিকার বুস্টার ডোজ কার্যক্রমে অগ্রাধিকার পাবে বয়স্ক এবং ফ্রন্টলাইনা‌ররা। মন্ত্রী বলেন, করোনাভাইরাসের টিকা উৎপাদনের জন্য দুই-চার দিনের মধ্যে একটি দেশের সঙ্গে সমঝোতা চুক্তি সই হবে । তবে কোনো দেশের সাথে বা কোনো কোম্পানির সাথে এই চুক্তি সই হবে এটা মন্ত্রী উল্লেখ করেননি।

জাহিদ মালেক বলেন, দেশের টিকা উৎপাদনে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক ফোরামের (স্বাচিপ) সভাপতি ডা. ইকবাল আর্সলান প্রমুখ।

Previous articleকিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
Next articleমহান বিজয় দিবসে সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন