যে দোষ করি নাই, সেই দোষে শাস্তি পেলাম: ড. ইউনূস

0
26
blank
blank

ঢাকা: শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, যে দোষ করি নাই, সেই দোষে আমি শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায় বিচার বলতে চান, বলেন। এটা আপনার ইচ্ছা। সোমবার পল্টনস্থ শ্রম আদালতের বাইরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সোমবার ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের দায়ের করা মামলায় ৬ মাসের কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানা করে ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক বেগম শেখ মেরিনা সুলতানা এ রায় ঘোষণা করেন। এরপরেই ড. ইউনূসকে ৩০ দিনের মধ্যে আপিল করার শর্তে জামিন দেন আদালত।

মুহাম্মদ ইউনূস বলেন, ২০২৪ সালের প্রথম দিনে আজকে আমরা আদালতে রায় শোনার জন্য এসেছিলাম। কিন্তু এসে মনটা ভরে গেলো। আমার অনেক বন্ধু-বান্ধব পেয়ে গেলাম। যাদের সঙ্গে আমার বহু দিন দেখা হয় নাই। তারা আজকে এসেছেন। এই আনন্দের দিনে, যে কি রায় হয়েছে, এটা দেখার জন্য।