Home জাতীয় শোলাকিয়ায় পুলিশের ওপর বোমা হামলা: পুলিশ-নারীসহ নিহত ৪

শোলাকিয়ায় পুলিশের ওপর বোমা হামলা: পুলিশ-নারীসহ নিহত ৪

331
0

কিশোরগঞ্জ: শোলাকিয়া ঈদগাহে টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জহিরুল ও আনসারুল হক নামে দুই পুলিশ সদস্য, ঝর্ণা রানী নামে এক হিন্দু নারী ও এক হামলাকারী নিহত হয়েছে।

পুলিশ সদস্য জহিরুল ও এক হামলাকারী ঘটনস্থলে মারা যান। অপর পুলিশ সদস্য আনসারুল হক ও হিন্দু নারী ঝর্ণা রানীর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯ টার পর দেশের বৃহত্তম এই ঈদগাহে টহলরত পুলিশের ওপর বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনাও ঘটে।

Previous articleদক্ষিন সুনামগঞ্জে দরগাপুরে শাহীঈদগাহে ঈদ জামাত সম্পন্ন
Next articleবিডিআর হত্যার সুষ্ঠু বিচার হলে দেশে কেউ সন্ত্রাসী হামলা করার সাহস পেত না: খালেদা জিয়া