
জগন্নাথপুর প্রতিনিধি: সিলেটের প্রাচীন পত্রিকা দৈনিক সিলেট বাণী’র সম্পাদক জহিরুল হক চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, হাছিনুর রশীদ ভূইয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য গোলাম সারোয়ার, আলী আছগর ইমন ও কলি বেগম প্রমূখ। বিবৃতিদাতারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।