আমরা চাই, বিচার বিভাগ স্বাধীন থাকুক: আইনমন্ত্রী

0
615
blank

ঢাকা: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমরা চাই, বিচার বিভাগ স্বাধীন থাকুক। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আইনের শাসনে বিশ্বাস করি। কেননা, আইনের শাসন ছিলো না বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়েছেন।

রবিবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে জেলা জজ, দায়রা জজ এবং মেট্রোপলিটন দায়রা জজদের ২৩তম বিচার প্রশাসনিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে ১৮ জনকে হত্যা করার পরও ২১ বছর তিনি কোনও এজাহার করতে পারেননি। একটা ইনডেমনিটি অর্ডিনেন্স করা হয়েছিল, যেন ওই হত্যার বিচার না হয়। এক্ষেত্রে আইনের শাসন যেন সঠিকভাবে প্রতিষ্ঠিত হয়, সেজন্য আমাদের সরকার বদ্ধপরিকর।

দ্বিতীয়ত আমরা চাই, বিচার বিভাগ হলো জনগণের শেষ আশ্রয়স্থল, সেখানে বিচার বিভাগের কাজ স্বাধীন হবে। তাহলেই মানুষ বিচার পাবে। সেজন্য বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন রাখার ব্যাপারে আমরা কোনও কম্প্রোমাইজ করবো না।

বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে মন্ত্রী আরও বলেন, ১৯৭২ সালের ৪ নভেম্বর আমাদের যে সংবিধান পাস করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেখানে (সংবিধানে) বিচার বিভাগের স্বাধীনতার কথা অত্যন্ত পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে। বলা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগের পৃথকীকরণ হয়।