আশা জাগিয়েও আফসোসের হার বাংলাদেশের

0
707
blank
blank

ম্যাচ শেষ। বাংলাদেশের পরাজয়। কিন্তু সেখানে কেবল আফসোস আর আক্ষেপ! ব্যাটিংয়ে আর যদি ২০-৩০টা রান বেশি হতো; মুশফিক যদি কেন উইলিয়ামসনের রান-আউটটা মিস না করতেন, মিসফিল্ডিং যদি না হতো- এমন অনেকগুলো আক্ষেপ জড়িয়ে রইল নিউজিল্যান্ডের সাথে টাইগারদের পরাজয়ে। মাত্র ২৪৪ রানের পুঁজি নিয়ে কিভাবে শেষ পর্যন্ত লড়াই করা যায়; তার সাক্ষর এই ম্যাচে রেখেছে টাইগাররা। আর টাইগারদের পরাজয়ের দিনে নিউজিল্যান্ড জয় পেয়েছে ২ উইকেটে। ১৭ বল হাতে রেখে জয় তুলে নেয় তারা।

এর আগে বাংলাদেশের দেয়া ২৪৫ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে মাশরাফিকে বাউন্ডারি মেরে ইনিংস শুরু করেন মার্টিন গাপটিল। ১৪ বলে ২৫ রান করে ফেলা এই মারকুটে ওপেনারকে থামান সাকিব। তার বলে ক্যাচ নেন তামিম ইকবাল। অপর ওপেনার মুনরোকেও (২৪) আউট করেন সাকিব। তার বলে দুর্দান্ত ক্যাচ নেন মেহেদী মিরাজ।