করোনার টিকা পেতে বৈশ্বিক উদ্যোগে ১৫৬ দেশ

0
636
blank
blank

আন্তর্জাতিক ডেস্ক :  সবার জন্য করোনার টিকা নিশ্চিতকরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সে থাকতে সম্মত হয়েছে বিশ্বের ১৫৬টি দেশ। এর মধ্যে ৬৪টি ধনী দেশ আছে, যারা কভিড-১৯ টিকা উদ্ভাবিত হলে নিজস্ব অর্থায়নে নিতে পারবে। বাকি ৯২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের ক্ষেত্রে টিকা কেনার জন্য সহায়তার প্রয়োজন হবে।

বিশ্বস্বা স্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) গত মাসে জানায়, তাদের কোভ্যাক্স উদ্যোগে অংশ নিতে বিশ্বের ১৭০টি দেশ আলোচনা করছে। এই উদ্যোগের সঙ্গে আছে কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশন (সিইপিআই) ও দাতব্য সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন (গাভি)। এরপর গত সোমবার ডাব্লিউএইচওর ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, সর্বজনীন টিকার এ উদ্যোগে অংশ নিতে ১৫৬টি দেশ সম্মত হয়েছে, যার মধ্যে বাংলাদেশও আছে। এই দেশগুলো বৈশ্বিক জনসংখ্যার ৫৬ শতাংশ প্রতিনিধিত্ব করছে।