ক্রিকেটে আমার কোন বেইমানির সুযোগ নেই: মুশফিক

0
558
blank
blank

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহীমের অধিনায়ক- ব্যাটিং আর কিপিং তিন দায়িত্ব নিয়ে বেশি বিপাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের সেরা এই ব্যাটসম্যানের কাছে সেরা পারফরম্যান্স নিতে তাদের ইচ্ছা অধিনায়ক সর্বোচ্চ দুটি দায়িত্ব পালন করুক। উইকেটের পেছনে ক্যাচ হাতছাড়া করা, গুরুত্বপূর্ণ সময় স্টাম্পিং মিস করা নিয়ে চলছে বেশ সমালোচনা। গতকাল এ বিষয়ে মুশফিক বলেন, ‘পৃথিবীতে এমন কোনো কিপার নেই, যাদের ভুল হয় না। আমার দেখা সেরা কিপার এখন সাহা (ঋদ্ধিমান)। আমি ওকে অনেক কিছুতে অনুসরণ করার চেষ্টা করি। কারণ তার সব কিছুই অনেক পরিষ্কার। সেও কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ক্যাচ মিস করেছে। আমাদের বিপক্ষেও কিন্তু সে রিয়াদ ভাইয়ের ক্যাচ মিস করেছে। এখন রিয়াদ ভাই যদি টেস্ট ড্র করে ফিরত, তখন কিন্তু দৃশ্যপট অন্যরকম হতে পারতো।’
ভুলগুলো সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সব সময়ই সজাগ থাকি। তারপরও অনেক সময় ভুল হয়ে যায়। যদিও আমাদের চেষ্টাটা একই রকম থাকে। সেজন্যই জাতীয় দলে আসা। ক্রিকেট আমাদের রুটি-রুজি। এখানে বেইমানি করার কোনো সুযোগ নেই। আমরা সব সময় সবকিছু ঠিক রাখার চেষ্টা করি। তার পরও আমরা মানুষ, ভুল হয়ে যায়। হতেই পারে।’ তারপরও মুশফিক বলেন, ‘আমি অবশ্যই তিনটি দায়িত্বই উপভোগ করি। আমার তো বোলিংও করতে ইচ্ছে করে, যদি এতে দলের উপকার হয়! কিন্তু আমি ইচ্ছে করলেই তো সব কিছু হবে না। কোচ আছে, ম্যানেজমেন্ট এবং বোর্ড আছে, তারা সিদ্ধান্ত নিবেন আমি কী করবো। গত বছর যে এশিয়া কাপ হয়েছে, সেখানে কিন্তু আমি কিপিং করিনি, শুধু ব্যাটসম্যান হিসেবে দুই তিনটা ম্যাচ খেলেছি। এটা কিন্তু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। এখনও তারাই সিদ্ধান্ত নিবেন।’