খালেদাকে গ্রেফতারের পরিণতি হবে ভয়াবহ- প্রবাসী নেতাদের হুশিয়ারি

0
549
blank

 

নিউইয়র্ক: বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের চেষ্টা করা হলে তার পরিণতি ভয়ংকর হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন প্রবাসে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। ১৫ আগস্ট জন্মদিন পালনের বিরুদ্ধে দায়েরকৃত এক মামলার শুনানীকালে ২ মার্চ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম গুলশান থানার পুলিশকে তাগিদ দিয়েছেন- এমন সংবাদ নিউইয়র্কে পৌঁছার পরই এ হুশিয়ারি উচ্চারণ করেছেন সেখানকার নেতাকর্মীরা।

এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ সরকারের কাছে আহবান রেখেছেন, তিন বারের সাবেক প্রধানমন্ত্রীকে অযথা হয়রানির সব ধরনের ষড়যন্ত্র থেকে যেন তারা বিরত থাকেন। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সুসংহত রাখার স্বার্থেই প্রধান বিরোধী দল বিএনপির শীর্ষ নেতাদের হয়রানি থেকে বিরত থাকা জরুরি বলেও নেতৃবৃন্দ উল্লেখ করেছেন। বিবৃতি প্রদানকারীদের মধ্যে রয়েছেন অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, জিল্লুর রহমান, মোস্তফা কামাল পাশা বাবুল, আকতার হোসেন বাদল, গোলাম ফারুক শাহীন, মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান, এম এ বাতিন, জাকির এইচ চৌধুরী, পারভেজ সাজ্জাদ, আবু সাঈদ আহমেদ, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, রফিকুল ইসলাম ডালিম, নাসিম আহমেদ, মাজহারুল ইসলাম জনি প্রমুখ।