খেলাপি ঋণ এই শাসনামলেই সবচেয়ে বেশি বেড়েছে: মেনন

0
552
blank
blank

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, প্রতিদিনের অভিজ্ঞতায় দেখছি, এই রাষ্ট্র কৃষক-শ্রমিক-মজুরদের নয়, সাধারণ মানুষের নয়। এটি এ দেশের লুটেরা, পুঁজিপতিদের জন্য। খেলাপি ঋণ এখন ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। এটা এই শাসনামলেই সবচেয়ে বেশি বেড়েছে।

সোমবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ‘রাষ্ট্র, বিপ্লব ও বর্তমান বিশ্ববাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। ইতিহাসের বিপ্লবী নায়ক ভ্লাদেমির ইলিচ লেনিনের ১৪৯ তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি এই আলোচনার আয়োজন করে।

আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, লেনিন বলেছিলেন রাষ্ট্র হবে সবাইকে নিয়ে। আমরা বলি, বাংলাদেশ কৃষকের, শ্রমিকের, মজুরদের বাংলাদেশ। ব্যাপারটা কি তা-ই? আমরা জীবনের প্রতিদিনকার অভিজ্ঞতায় দেখছি, এই রাষ্ট্র কৃষকের নয়, সাধারণ মানুষের নয়। এটি একেবারেই এ দেশের লুটেরা, পুঁজিপতিদের হাতে।