বরিশালে মানবপাচারকারী দলের সদস্য আটক

0
541
blank
blank

বরিশাল: পিরোজপুরের মঠবাড়িয়া থেকে লিটন খলিফা (৩৬) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে র‌্যাব।

রোববার (৯ জুন) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় ভারতে পাচারকালে এক তরুণীকেও উদ্ধার করা হয়।

লিটন বাগেরহাটের মোড়লগঞ্জের সালাম খলিফার ছেলে। পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী হলেও, এর আড়ালে তিনি মানবপাচারকারী দলের সদস্য।

র‌্যাব জানায়, আটক লিটন খলিফাসহ তার তিন বোন ও ভগ্নিপতি অবৈধভাবে ভারতে বসবাস করেন। এ সুবাদে, বিগত ১৫ বছর ধরে বিভিন্নভাবে বেনাপোল সীমান্ত দিয়ে অসংখ্য নারী-পুরুষ ভারতে পাচার করেন তারা। এছাড়া, লিটন খলিফা নিজের ভাঙ্গারি ব্যবসাতেও প্রথমে চাকরি দেওয়ার প্রলোভন লোকজনকে কাজ দেন। পরে বিভিন্ন সমস্যা ও হুমকি দিয়ে তাদের পরিবারের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন।

সম্প্রতি, লিটনের প্রলোভনে পা দেওয়া এক তরুণীকে ভারতে পাচারের পায়তারা শুরু হয়। ওই তরুণীকে ভারতে নেওয়ার জন্য মঠবাড়িয়া আসতে বলা হয়। রোববার তরুণীকে নিয়ে পালানোর সময় র‌্যাব লিটনকে আটক করে।

জিজ্ঞাসাবাদে লিটন খলিফা মানব পাচারের কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে র‌্যাব।