বিস্ফোরণ বিমানবন্দরের বাইরে, আতঙ্কিত না হওয়ার অনুরোধ মন্ত্রীর

0
441
blank
blank

স্টাফ রিপোর্টার: ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের এলাকায় পুলিশ বক্সের সামনে বিস্ফোরণ ঘটনার পরও বিমান চলাচল স্বাভাবিক নিয়মে হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
শুক্রবার রাতে বিমানমন্ত্রী বলেন, বিমানবন্দরে তো কোনো ঘটনা ঘটেনি, ঘটেছে বিমানবন্দরের বাইরে। বিমানবন্দরে তো সব সময় হাই অ্যালার্ট আছে; তারপরও সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিমানবন্দরের কাছে র্যাছব ব্যারাকে হামলার এক সপ্তাহের মাথায় কঠোর নিরাপত্তার মধ্যেই দেশের অন্যতম স্পর্শকাতর এলাকা ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পুলিশ বক্সের সামনে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বিস্ফোরণে একজন নিহত হন।