রবিবার ভারত আসছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

0
524
blank
blank

দিল্লী: আগামীকাল রবিবার দুই দিনের সফরে ভারত আসছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তার এ সফরকে ঘিরে দিল্লি জুড়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর নির্দেশ দিয়েছে ইন্টিলিজেন্স ব্যুরো (আইবি)।

এরদোগানের দিল্লি সফরকালে গোটা দুইদিনই তার এয়ারক্রাফট পাহারায় থাকবে নিরাপত্তাবাহিনীর সদস্যরা। বিশেষ অনুমতি নিয়ে এরদোগানের নিজস্ব নিরাপত্তারক্ষা কর্মীরাও অস্ত্র বহন করতে পারবেন। ধারণা করা হচ্ছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থা নেয়া হচ্ছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা রুচি ঘনশ্যাম জানান, সফরে এরদোগান পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে একটি প্রতিনিধিদল নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন। একই দিন রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জীর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দেখা করবেন।