২০০৯-১৯: ব্যাংকে সরকারের নিট ঋণ ১ লাখ ৯৫ হাজার কোটি টাকা

0
535
blank
blank

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, সরকার ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ ব্যাংক ও তফসিলি ব্যাংক থেকে ১৩ লাখ ২৭ হাজার ৬২৪ কোটি ৭৯ লাখ টাকা ঋণ নিয়েছে। আর পরিশোধ করেছে ১১ লাখ ৩১ হাজার ৮৪০ কোটি ৮৮ লাখ টাকা। অর্থাৎ এ সময়ে সরকার নিট ঋণ নিয়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৮৩ কোটি ৯১ লাখ টাকা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সাংসদ মমতা হেনার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।