Home বিনোদন অল্পের জন্য প্রানে বাঁচলেন চিত্রনায়িকা মাহি

অল্পের জন্য প্রানে বাঁচলেন চিত্রনায়িকা মাহি

598
0

সড়ক দূর্ঘটনা বেড়েই চলেছে। প্রতিনিয়তই সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছে অংখ্য মানুষ। কিছুদিন আগে জনপ্রিয় কণ্ঠশিল্পী খুরশীদ আলম গুরুতর আহত হয়েছিলেন। এখনো ভুগছেন সেই শিল্পী। এবার সড়ক দূর্ঘটনার কবলে পড়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি, তবে ক্ষতিগ্রস্থ হয়েছে তার গাড়িটি।

সোমবার দুপুরে ভৈরবের বাসস্ট্যান্ড দূর্জয় মোড়ে দূর্ঘটনার মুখোমুখি হন জনপ্রিয় এই নায়িকা। জানা গেছে, একটি সিনেমার শুটিং করতে ঢাকা থেকে শ্রীমঙ্গল যাচ্ছিলেন। ভৈরবের দূর্জয় মোড়ে ঢাকা-মহাখালীগামী ‘বস পরিবহন’ নামের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়ে মাহির প্রাইভেট কারের।

দূর্ঘটনায় মাহিয়ার প্রাইভেট কারের হেডলাইটসহ কারের সামনের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। সাথে সাথেই ওখানকার পুলিশের সহযোগীতা নেন মাহি। ভৈরবের পুলিশকে ঘটনাটি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ‘বস পরিবহন’ এর যাত্রীবাহী বাসটি আটক করে থানায় নিয়ে আসে। এ সময় মাহিও তার গাড়ি নিয়ে থানায় উপস্থিত হয়।

Previous articleআসন্ন বাজেট সহজ ও বোধগম্য হবে: অর্থমন্ত্রী
Next articleমহান মে দিবস আজ