Home রাজনীতি এক নম্বর এজেন্ডা হলো খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা: মওদুদ আহমদ

এক নম্বর এজেন্ডা হলো খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা: মওদুদ আহমদ

317
0

ঢাকা: ‘এখন সবার আগে আমাদের এক নম্বর এজেন্ডা হলো খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা। তার মুক্তি না হওয়া পর্যন্ত নির্বাচনের প্রশ্ন আমাদের এখন না করলেই ভালো, আদালতে না হলে রাজপথেই জনগণ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করবে, বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মওদুদ আহমদ এসব কথা বলেন।

ব্যারিস্টার মওদুদ বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাব। তার সাথে সাথে তার মুক্তি নিশ্চিত করবে রাজপথের গণআন্দোলন। সেজন্য আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, খালেদা জিয়ার মুক্তি বাংলাদেশের মানুষ নিশ্চিত করবে রাজপথেই, আদালতে যদি না পারে।

Previous articleসিলেটে মা-ছেলে খুনের ঘটনায় ব্যবসায়ী আটক
Next articleসমন্বিত প্রচেষ্টায় মাদক সমস্যার সমাধান সম্ভব: আইজিপি