Home আঞ্চলিক জগন্নাথপুরের ইউএনও হিসেবে মুহাম্মদ মাসুম বিল্লাহ’র যোগদান

জগন্নাথপুরের ইউএনও হিসেবে মুহাম্মদ মাসুম বিল্লাহ’র যোগদান

318
0

জগন্নাথপুর: জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ মাসুম বিল্লাহ। বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বিসিএস ২৭তম ব্যাচের ক্যাডার মুহাম্মদ মাসুম বিল্লাহ এর আগে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি সুনামগঞ্জের এনডিসি ও সিলেটের বিভাগীয় কমিশনার দপ্তরে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার জগন্নাথপুরে যোগদান করতে এলে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কাজী আরিফুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানান। জগন্নাথপুরের ইউএনও হিসেবে যোগদানকারী মুহাম্মদ মাসুম বিল্লাহ সদ্য পদোন্নতি নিয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে বদলী হওয়া জগন্নাথপুরের সফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এর স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁর যোগদানে প্রশাসনিক কাজে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Previous articleদেশে যা চলছে তা ভয়াবহ অশনি-সংকেত: মির্জা ফখরুল
Next articleবাসা-বাড়িতে আর গ্যাস সংযোগ নয়: অর্থমন্ত্রী