Home রাজনীতি জাফর ইকবালকে দেখতে সিএমএইচে গেলেন সেতুমন্ত্রী

জাফর ইকবালকে দেখতে সিএমএইচে গেলেন সেতুমন্ত্রী

329
0
লেখক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএমএইচে চিকিৎসাধীন ইকবালের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন ওবায়দুল কাদের।
গত শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অনুষ্ঠান চলকালে এক যুবকের হামলায় গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে আনা হয় ঢাকা সিএমএইচে।
Previous articleদক্ষিণ সুরমার বরইকান্দিতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
Next articleআজ ঐতিহাসিক ৭ মার্চ