
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসে। অথচ জিয়াউর রহমান তার সময়ে বঙ্গবন্ধুর এই ভাষণ বাজাতে দেননি। কিন্তু সেই ভাষণকেই আজ বিশ্ব স্বীকৃতি দিয়েছে। সোমবার রাজধানীর ধানমণ্ডি আইডিয়াল কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন, আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ কথা বলেছেন। কলেজে তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার শেষদিন আলোচনা সভার পর শিক্ষার্থীরা স্বাধীনতার দিবসের ওপর মঞ্চ নাটক পরিবেশন করেন। কলেজ গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।