Home আঞ্চলিক দঃসুনামগঞ্জে পশ্চিম বীরগাওয়ে আওয়ামী ৩ চেয়ারম্যানের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্বান্ত

দঃসুনামগঞ্জে পশ্চিম বীরগাওয়ে আওয়ামী ৩ চেয়ারম্যানের নাম কেন্দ্রে পাঠানোর সিদ্বান্ত

469
0

মোঃনাইম তালুকদার: দঃসুনামগঞ্জ প্রতিনিধি দঃসুনামগঞ্জের পশ্চিম বীরগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলিগের মনোনয় প্রত্যাশী ৩জনের চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্বান্ত নিয়েছে ইউনিয়ন তৃনমুল আওয়ামীলিগ ও অঙ্গ সংগঠন। আজ বিকেলে উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাইলা বাজারে ইউনিয়ন আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃআব্দুস সহিদের সভাপ্রতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ময়না খাঁনের পরিচালনায় আওয়ামিলীগের মনোনয় প্রত্যাশী সকল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাছাই সংক্রান্ত আলোচনা সভা আনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রত্যোক প্রার্থী দলীয় মনোনয পেতে অধিক আগ্রহ প্রকাশ করা নেতা-কর্মীরা একক প্রার্থী বাছাই করতে পারেনি।

তবে প্রার্থীরা আলোচনা সভায় বলেন, কেন্দ্রে যাকে মনোনয় দিয়ে নির্বাচনের সুযোগ করে দিবে আমরা তার হয়ে নৌকা পক্ষে ঐক্যব্ধভাবে কাজ করবো। পরে সভাপতি পশ্চিম বীরগাও ইউনিয়নের আওয়ামিলীগের মনোনয় প্রত্যাশী ৩জন চেয়ারম্যান প্রাথীর নাম কেন্দ্র পাঠানোর সিদ্বান্ত গ্রহন ও রেজুলেশনে প্রার্থীদের সাক্ষর নেয়া হয়। প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলাম।উপজেলা আওয়ামীলিগ নেতা মুহাম্মদ জাহানঙ্গীর আলম,উপজেলা যুবলীগের আহ্বায়ক মোঃসৈয়দ হোসেন জায়গীরদার রানা

Previous articleআগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার: অর্থমন্ত্রী
Next articleরাজধানীতে ছিনতাইকারীর গুলিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আহত