Home Uncategorized দিরাইয়ে বৃদ্ধের উপর হামলার ঘটনায় আটক সায়েলের জামিন নামঞ্জুর

দিরাইয়ে বৃদ্ধের উপর হামলার ঘটনায় আটক সায়েলের জামিন নামঞ্জুর

765
0

দিরাই প্রতিনিধি: দিরাই পৌরসদরের সুজানগরের বৃদ্ধ হারুন মিয়ার উপর সন্ত্রাসী হামলার দায়েরকৃত মামলার এজহার ভুক্ত অাসামী গ্রেফতারকৃত উপজেলা ছাত্রলীগের সভাপতি সায়েলের জামিন নামন্জুর করেছে অাদালত। গত ৯ জুন শুক্রবার রাতে দিরাই রুপসী বাংলা হোটেল থেকে এস অাই কাজল দেবের নেতৃত্বে তাকে গ্রেফতার করে অাদালতের জেল হাজতে প্রেরণ করা হয়। বুধবার সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ( দিরাই) অাদালতে সন্ত্রাসী হামলার দিরাই থানায় দায়েরকৃত জি অার ৭৬/১৮ মামলার এজহার ভুক্ত অাসামী সায়েলের জামিন অাবেদন করা হয়। জামিন নামন্জুর করেন সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান মজুমদার। জামিন অাবেদনে অাসামী পক্ষে অাইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট অাফতাব উদ্দীন,এডভোকেট সোহেল অাহমদ ছইল মিয়া। বাদী পক্ষের অাইনজীবি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট রুকেশ দাস,এডভোকেট দেবাংশু দাস,এডভোকেট কামাল হোসেন,এডভোকেট রতনসহ অারো অনেক অাইনজীবিগন।

Previous articleনির্বাচনে গণতন্ত্রকে বিজয়ী হতে দিন
Next articleখালেদা জিয়াকে নিজ খরচে চিকিৎসা করাতে ভাইয়ের আবেদন