Home আঞ্চলিক নেত্রকোনায় ভাতিজার হাতে চাচা খুন

নেত্রকোনায় ভাতিজার হাতে চাচা খুন

622
0

বিশেষ প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধের জেরে নেত্রকোনার পূর্বধলায় ভাতিজাদের হামলায় এ এম কুতুবউদ্দিন নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান শিক্ষক।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের সালতী ভবানিপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা নাসির উদ্দিন মাহমুদ জানান, বাগানবাড়ি নিয়ে কুতুবউদ্দিনের সঙ্গে তার ভাই শামছুদ্দিনের ছেলে আজিজুল হক, মোজাম্মেল হক ও মৃত জালাল উদ্দিনের ছেলে আব্দুস সাত্তারদের বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার দুপুরে কুতুবউদ্দিন বাড়ি থেকে বের হওয়ার সময় পিছন থেকে আজিজুল হকরা হামলা চালায়। এসময় তারা কুতুবউদ্দিনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে।

Previous articleজাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু
Next articleআন্দোলনের মুখে বিএসএমএমইউ’র চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া স্থগিত