Home আঞ্চলিক রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

রাজধানীতে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

500
0

ঢাকা: রাজধানীর শ্যাওড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিমানবন্দর রেল-স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়।

তিনি আরো জানান, আশপাশের লোকজনের কাছ থেকে জানা যায়, ঘটনার সময় তিনি রেললাইনের পাশে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছিলেন। তার পরনে চেক সাদা লুঙ্গি ও ফুলহাতা শার্ট ছিল।

Previous articleলন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
Next articleদেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান মির্জা ফখরুলের