Home আঞ্চলিক শরীয়তপুরে মাছ শিকারীর লাশ উদ্ধার

শরীয়তপুরে মাছ শিকারীর লাশ উদ্ধার

1463
0
ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি :  শরীয়তপুরে বাঁওর থেকে এক মাছ শিকারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাছ শিকারীর নাম বিহুদার হালদার মিন্টু (৪০)। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে পালং মডেল থানা পুলিশ শরীয়তপুর পৌরসভার চরপালং বাঁওর থেকে নিহত মিন্টুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত বিহুদার হালদার মিন্টু মাদারীপুর জেলার দাসার থানার দক্ষিণ চলবল গ্রামের পুল হালদারের ছেলে। স্থানীয়দের ধারণা বজ্রপাতে অথবা সাপে কেটে মিন্টুর মৃত্যু হয়ে থাকতে পারে। পুলিশ জানিয়েছে, নিহতের লাশের পাশে মাছ শিকারের বড়শি ও মাছ পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Previous articleসরকার জনগণের রক্ত চুষতে গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে: রিজভী
Next articleজগন্নাথপুরে বেহাল সড়কে দেবে যাচ্ছে যানবাহন