সিলেটে এডভোকেট শামীমা শাহরিয়ার এর জন্মদিন উদযাপিত

0
1278

বিশেষ প্রতিনিধি:

কেন্দ্রীয় কৃষকলীগ এর মানব সম্পদ বিষয়ক সম্পাদিকা সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি শেখ হাসিনার অাস্থাভাজন নারী নেত্রী,হাওর কন্যা এডভোকেট শামীমা শাহরিয়ারের সিলেটের একটি অভিজাত রেষ্টুরেন্টে (চিলি) জন্মদিন উপলক্ষে কেক কাটা ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অালোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শাহবাজ হোসেন ইমরান ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর অালম জয়ের পরিচালনায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিডি নিউজ এর সম্পাদিকা ও মানবাধিকার কর্মী ফারহানা বেগম হেনা বিশেষ অাথিতি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক মৃণাল কান্তি দাস, জালালাবাদ থানা ছাত্রলীগের সহ সভাপতি কাদির খান, ওসমানী স্মৃতি পরিষদের সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া,ধ্রুবতারা ইয়ূথ ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি সনজয় কান্তি দাস,চিলি রেষ্টুরেন্টের সত্ত্বাধীকরি রাসেল,জগন্নাথপুর কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল অাহমদ,নূরুল অামিন,শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রনি,শাহজালাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সুবির রায়,সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা রিয়াদ অাহমদ জয়, রশীদ নূর,অাজমল,শামীম,ইকবাল,ফয়েজ,সুমন।জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা রফিক,জসিম,রনি।মধ্যনগর উপজেলা ছাত্রলীগ নেতা সুবায়ের,রিন্টু,বকুল।তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা অাবুল হুসেন,খয়ের,সাকিব,নজির হুসেন প্রমুখ।
বক্তারা দূর্দশাগ্রস্ত হাওরপাড়ে কৃষকদের পাশে দাড়ানোর জন্য শামীমা শাহরিয়ারের ভূয়সী প্রসংশা করেন।জন্মদিনে তার সফলতা কামনা করে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যাক্ত করেন।