অষ্ট্রিয়ায় সাংস্কৃতিক সন্ধ্যা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত

0
506
blank

অষ্ট্রিয়ায় বাংলাদেশীদের সর্ব প্রথম ও প্রধান সংঘটন “বাংলাদেশ এসোসিয়েশন অষ্ট্রিয়া”র অয়োজনে স্বাধীনতার ৪৬ তম দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে এক আলোচনা অনুষ্টান ও বৈশাখী সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।রাজধানী ভিয়েনার এক অডেটরিয়াম হলে আয়োজিত এই অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অষ্ট্রিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত জনাব আবু জাফর সাহেব।দুইপর্বে অনুষ্টিত এই প্রোগামে এসোসিয়েশন সভাপতি জনাব শাহ মোঃ ফরহাদ সাহেবের সভাপতিত্বে ও সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মুস্তাফিজুর রহমান সুমনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব নেয়ামুল বশির,আলম মোঃএপোলো, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মাহবুবুল ইসলাম, মাহবুবুর রাহমান, অষ্ট্রিয়া বিএনপির সাধারণ সম্পাদক হানিফ ভুইঞা,এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মাসুদ, কোষাধ্যক্ষ দুলাল ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আহম্মদ সাইফ,অষ্ট্রিয়া ছাত্রদলের সাবেক সভাপতি মাইদুল মিয়া,যুব নেতা তাকি নাজিব,আল আমিন, রাজু খান প্রমুখ। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক সন্ধ্যাটি উপস্তাপনা করেন অষ্ট্রিয়া র জনপ্রিয় উপস্তাপিকা সবার প্রিয়মুখ ফারাহ দিবা।এতে সংগীত পরিবেশন করেন বাংলাদেশ বেতারের শিল্পী মিসেস রেহানা রাহমান, আরো গান পরিবেশন করে ভিয়েনার নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী সাইফ ইসলাম এবং অষ্ট্রিয়ার জনপ্রিয় শিল্পী উজালা রোজারিও তাছাড়া ও গান পরিবেশন করেন ভিয়েনার স্থানীয় শিল্পী ডালী, বাঊল কালাম,শিশু শিল্পীবৃন্দ।মনোজ্ঞা এই অনুষ্টানটিতে অষ্ট্রিয়া য় বসবাসরত সর্বস্তরের সামাজিক রাজনৈতিক ও আঞ্চলিক এবং ক্রিয়া সংঘটনের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।অষ্ট্রিয়ার বাংলাদেশীদের এই মিলনমেলায় সামীল হয়েছিলেন,জনাব পারবেজ মানোয়ার, জুয়েল ইসলাম, যুবদল অষ্ট্রিয়া সভাপতি শাহীন ভুইঞা, মনির হোসেন,মোঃ সুমন, ফিরোজ হাই,সাইফুল ইসলাম,এসোসিয়েশনের সম্মানিত সদস্য কাঞ্চন ইসলাম,শাহ জাকি,মিফতা,অনিক হক,বুলবুল প্রমুখ। অনুষ্টান শেষে ছিলো র‍্যফেল ড্র।এম ইসলাম রিয়েলষ্টিক,ওয়াল্ড ট্র‍্যবেল এন্ড টুরস,রকমারি ফুডস,এবং বাংলাবাজারের সৌজন্যে বিজয়দের মধ্যে পুরস্কার হিসেবে দেওয়া হয়,ভিয়েনা-ঢাকা-ভিয়েনা,ভিয়েনা -লন্ডন -লন্ডন, বিমান টিকেট, এবং গিফট বাউচার।