জগন্নাথপুরে জালানী তেলের সংকট, দাম দ্বিগুন দাম

0
742
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে কেরোসিন, ডিজেলসহ জালানী তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। কোথাও তেল পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে কোন দোকানে পাওয়া গেলেও দ্বিগুন দামে কিনতে হচ্ছে। এতে জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন।

জানাগেছে, সরকার জালানী তেলের দাম কমানোর ঘোষনা দিলে লোকসানের অজুহাতে জগন্নাথপুরের তেল ব্যবসায়ীরা তেল আমদানী বন্ধ করে দেন। এতে গত এক সপ্তাহ ধরে তেল সংকট দেখা দেয়। গতকাল রোববার থেকে আর কোথাও তেল পাওয়া যাচ্ছেনা বলে ভূক্তভোগী ক্রেতারা জানান। যদিও হঠাৎ কোন দোকানে তেল পাওয়া গেলে তা দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। তেল ব্যবসায়ীরা জানান, সিলেটের ডিপোতে তেল সংকট থাকায় আমরা আমদানী করতে পারছি না। এছাড়া এখন বেশি দামে তেল কিনে যদি পরে কম দামে বিক্রি করতে হয়, এ ভয়ে আমরা তেল আমদানী করছি না। তারা আরো জানান, বাজারে তেল সংকট থাকলে তো এমনিতেই দাম বেশি হবে। ব্যবসায়ীসহ ভূক্তভোগীরা জানান, ঘূর্ণিঝড়ের কারণে গত দুই দিন ধরে জগন্নাথপুরে বিদ্যুৎ নেই। এর মধ্যে জালানী তেল না থাকায় আমরা অন্ধকারে রয়েছি। যদিও একটানা দুই দিনের মাথায় গতকাল রোববার বিকেলে জগন্নাথপুরে বিদ্যুৎ এসেছে। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির জানান, বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ খবর নিয়ে তেলের বাজার নিয়ন্ত্রনে ব্যবস্থা নেয়া হবে।