জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে উল্টো রথযাত্রা পালিত

0
565
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর পৌর শহরে পৃথকভাবে উল্টো রথযাত্রা পালিত হয়। প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সকাল ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শ্রী শ্রী জগন্নাথ জিউর আখরা ও শ্রী শ্রী বাসুদেব জিউর মন্দির কমিটির যৌথ উদ্যোগে সার্বজনীনভাবে রথযাত্রা উৎসব পালিত হয়।
এদিকে-পুলিশি প্রহরায় বাসুদেব নাম হট্র সংঘ নামের ইসকনদের নিয়ে একটি সংগঠনের মন্দির বিহীন ব্যক্তি উদ্যোগে পৃথকভাবে বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রথযাত্রা পালিত হয়।
দুই পক্ষের রথযাত্রা অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের লক্ষে পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
তবে গত ৬ জুলাই পৃথক কমিটির উদ্যোগে রথযাত্রা পালন নিয়ে সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিকসহ ২০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় জগন্নাথপুর থানায় ১২০ জনকে আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের হলেও এখন পর্যন্ত কোন আসামিকে গ্রেফতার করা হয়নি।