জগন্নাথপুরে ৫ চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময় সভা

0
492
blank

জগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদের বিজয় নিশ্চিত করতে প্রার্থীরা সর্বশক্তি নিয়ে মাঠে কাজ করছেন। বাড়ি-বাড়ি গিয়ে ভোটার কাছে ভোট প্রার্থনাসহ গণসংযোগ এবং মতবিনিময় সভা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। প্রার্থীদের কর্মী-সমর্থকরাও বেেস নেই। তারাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার দিন ব্যাপী স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ চেয়ারম্যান প্রার্থী।

চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো.আরশ মিয়ার নৌকা প্রতীকের সমর্থনে স্থানীয় চিলাউড়া বাজার ও দাস নোয়াগাঁও গ্রামে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আরশ মিয়া, জগন্নাথপুর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, পৌর আ.লীগ নেতা ডাঃ শশী কান্ত গোপ, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুল গফুর, সাবেক সভাপতি সুনা মিয়া, সামজসেবক হানিফ উল্লাহ, আখলাকুর রহমান লুলু, কদরিছ মিয়া, মনু মিয়া, হারুন রশীদ, ছোরাব মিয়া, মিজানুর রহমান সেবুল প্রমূখ। সভায় বক্তারা এ ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে আরশ মিয়াকে নির্বাচিত করতে স্থানীয় জনগণের প্রতি আহবান জানান।

এছাড়া চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রবের ধানের শীষ প্রতীকের সমর্থনে চিলাউড়া বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহবায়ক রাজা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিক্ষাবিদ আবু হুরায়রা ছাদ মাস্টার, বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জামাল মিয়া, হাবিবুর রহমান, ইলিয়াছ মিয়া, মাসুক মিয়া, ওয়াহিদ মিয়া, টুনু মিয়া, সাজ্জাদ মিয়া, সুজন মিয়া, মইনুল হক, যুবদল নেতা দিলু মিয়া, নানু মিয়া, মতিন মিয়া, ছাত্রদল নেতা মাসুম, তোফায়েল, রিপন প্রমূখ।

পাটলি ইউনিয়নে আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়ার নৌকা প্রতীকের সমর্থনে স্থানীয় রসুলগঞ্জ বাজারে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আ.লীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। ইউনিয়ন আ.লীগের সভাপতি হাজী জমশেদ মিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়া। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি এম ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন লিটন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, যুগ্ম-আহবায়ক আলিম মিয়া, আবুল কালাম, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইসলাম উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক মুজাহিদ মিয়া প্রমূখ। সভায় নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

এ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক রসুলগঞ্জ বাজারে পৃথকভাবে স্থানীয় ভোটারদের সাথে গণসংযোগ কালে বলেন, আমার ব্যক্তি উদ্যোগে ইউনিয়নের ৭ কিলোমিটার সড়কে বিদ্যুতায়ন করেছি। বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে ইউনিয়নের কার্যক্রম চলছে। ইউনিয়নের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাঁর আনারস প্রতীকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে তিনি ইউনিয়নবাসীর প্রতি আহবান জানান। এছাড়া প্রতিদ্বন্ধি চেয়ারম্যান প্রার্থী আংগুর মিয়ার লোকজন তাঁর বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার ও তাঁর কর্মী-সমর্থকদের বিভিন্নভাবে ভয় দেখাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

কলকলিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাসিম স্থানীয় কলকলিয়া বাজারে ভোটারদের সাথে গণসংযোগ শেষে মতবিনিময় কালে বলেন, আমি চেয়ারম্যান থাকা কালীন সময়ে যে উন্নয়ন মূলক কাজ শুরু করেছিলাম তা, সম্পন্ন করতে আবারো আনারস প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতে তিনি ইউনিয়নবাসীর প্রতি আহবান জানিয়েছেন।