জেলের তালা ভেঙ্গে খালেদা জিয়াকে মুক্ত করব: মির্জা আব্বাস

0
474
blank

ঢাকা : নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আপনারা প্রস্তুত হোন আমরা ব্যারিকেড ভেঙ্গে আন্দোলনের মাধ্যমে জেলের তালা ভেঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। তিনি বলেন, ইতোপূর্বে আমাদের অনেক নেতাকর্মী রক্ত দিয়েছেন সামনে আরও রক্ত দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‌্যালির পূর্বে সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন, বিজয় দিবসের সম্পূর্ণ শুভেচ্ছা আপনাদের দিতে পারছি না বলে আমি দুঃখিত। আমরা লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। আজকে আমাদের সেই বিজয় সেই বিজয়ের আনন্দ ধুলিস্যাৎ হয়ে গেছে। আজকে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে বন্দী আছেন। আমরা তাকে আইনের প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা। বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, আইনি প্রক্রিয়ায় যদি আমরা ব্যর্থ হয়ে থাকি ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব।

র‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান মো. শাহজাহান, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, আব্দুল হাই, সিনিয়র যুগ্মমহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ,শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

এছাড়া অঙ্গ সংগঠনের মধ্যে যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল,কৃষক দলের সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন,স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, মৎসজীবি দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহতাব, সদস্য সচিব আব্দুর রহিম, তাঁতীদলের আহবায়ক আবুল কালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।