দেশের উন্নয়নের পাশাপাশি অগ্নি নিরাপত্তা জরুরি: স্বরাষ্ট্রমন্ত্রী

0
412
blank
blank

স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একটি দেশের উন্নয়নের পাশাপাশি অগ্নি নিরাপত্তা জরুরি। সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। ২০০৮ সালে ক্ষমতা নেয়ার সময় দেশে ফায়ার সার্ভিসের সংখ্যা ছিল ১৯৩ টি। বর্তমানে এ সংখ্যা ৩৩৫টি। প্রকল্প শেষ হলে এ সংখ্যা দাঁড়াবে ৫৫৪টিতে।

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ইসাব (ইলেক্ট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজিত আন্তর্জাতিক ফায়ার সেফটি মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। তিন দিনব্যাপী এ প্রর্দশনীতে ৩০টি দেশের ৬০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অগ্নি নিরাপত্তা বৃদ্ধিতে দেশব্যাপী ব্যাপক সচেতনতা সৃষ্টি ও প্রাক প্রস্তুতির প্রস্তুতির কোন বিকল্প নেই। এ লক্ষ্য পূরণে ফায়ার এক্সপো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।