বাঙালি জাতির কাছে আজও বঙ্গবন্ধু জীবিত: আইনমন্ত্রী

0
510
blank

ব্রাহ্মণবাড়িয়া: বাঙালি জাতির কাছে আজও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবিত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, ঘাতক পশুরা ওইদিন (‘৭৫ সালের ১৫ আগস্ট) বঙ্গবন্ধুকে হত্যা করেছে, তখন তারা বুঝতে পারেনি যে, জীবিত মুজিবের চেয়ে মৃত মুজিব কোটি কোটি গুণ শক্তিশালী হয়ে ফিরে আসবে এ বাংলায়। বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে নিজের নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। আখাউড়া উপজেলা আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিসত্তার অস্তিত্বের সঙ্গে একাকার হয়ে আছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর পদচিহ্ন ধরেই ক্রমান্বয়ে বাঙালি জাতি এগিয়ে চলছে। তার স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ার পরিকল্পনা বাস্তবায়নে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তার জীবনবাজি রেখে বাঙালি জাতির জন্যে কাজ করে যাচ্ছেন।

বিশ্বের দরবারে বাঙালি জাতি যাতে আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সংগ্রামই চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

এ সময় আগামী নির্বাচনের জন্য ভোট চেয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের অগ্রযাত্রায় সুফল পেতে চাইলে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন।

মঙ্গলবার সকালে আলোচনা সভার আগে আইনমন্ত্রী রেলপথে আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনে আখাউড়ায় আসেন।

এরপর তিনি উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের র‌্যালিতে অংশ নেন।

পরে মন্ত্রী আখাউড়া উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে ত্রিপুরার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক জয়নাল আবদীন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শামছুজ্জামান, মেয়র তাকজিল খলিফা, আওয়ামী লীগ নেতা আবুল কাশেম ভূঁইয়া, মো. মনির হোসেন বাবুল, মো. সেলিম ভূঁইয়া, শাহ আলম, ছাত্রলীগ নেতা সৈয়দ তানজিল শাহ্ তচ্ছন, শামীম মোল্লা প্রমুখ।