ব্রেক্সিট নিয়ে নতুন চুক্তির আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী বরিস

0
605
blank
blank

ব্রেক্সিট বাস্তবায়নে নতুন করে চুক্তি সইয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানানো হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ব্রিটেনের বাইরে রাষ্ট্রীয় সফরে যাওয়ার আগ মুহূর্তে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

বরিস আরও বলেন, এ সপ্তাহেই ফ্রান্স এবং জার্মানি সফরে যাওয়ার কথা রয়েছে তার আর এই সফরে নতুন করে ব্রেক্সিট চুক্তি সইয়ের বিষয়ে ইইউ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। যদিও, ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর এ সফরে ব্রেক্সিট ইস্যুতে আলোচনার সম্ভাবনা খুবই কম।
এর মধ্যেই, ব্রিটিশ পত্রিকা ‘সানডে টাইমাসে’র এক প্রতিবেদনে, চুক্তিহীন ব্রেক্সিট হলে ব্রিটেনজুড়ে খাদ্য, ওষুধ এবং জ্বালানি সংকট তৈরি বিষয়ক কিছু সরকারি গোপন নথি প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে, পরিস্থিতি সামাল দিতে ব্রিটেনের অর্থ মন্ত্রণালয় এরইমধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়।