রাতে ভোট দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনা- প্রশ্ন মান্নার

0
531
blank

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারে কাছেও নেই আজকের বাংলাদেশ। তিনি ক্ষমতাসীনদের প্রতি প্রশ্ন রেখে বলেন, রাতে ভোট দেওয়া কি মুক্তিযুদ্ধের চেতনা? মঙ্গলবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, এ দেশে এখন রাতে ভোট হয়। ব্যাংক ডাকাতি, শেয়ারবাজার লুটসহ রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। আমরা এমন বাংলাদেশের জন্য ১৯৭১ সালে যুদ্ধ করিনি।

মান্না বলেন, বাংলাদেশ স্বাধীনতার লক্ষ্য থেকে ষোলআনাই পথভ্রষ্ট হয়েছে। এমন দেশ আমরা চাইনি। আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র।

তিনি আরো বলেন, আমাদের চাওয়া ছিল একটি কল্যাণকর রাষ্ট্র, যেখানে মানুষের সব ধরনের অধিকার থাকবে। কথা বলার অধিকার থাকবে, ভোটের অধিকার থাকবে, ভাতের অধিকার থাকবে।