সরকার বাংলাদেশেকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে: ফখরুল

0
425
blank
blank

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, সরকার বাংলাদেশেকে দুর্নীতিতে পরিপূর্ণ করে ফেলেছে। শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, আজ সরকার কী করেছে? একটা মিথ তৈরি করতে চায়। মিথটা হলো, সাউথ-ইস্ট এশিয়ার দেশগুলোর মধ্যে একটা রোল মডেল মধ্য আয়ের দেশ, উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। এটা একটা মিথ ছাড়া কিছু না। তিনি বলেন, কিন্তু বাস্তব অবস্থাটা কি? বাস্তব অবস্থাটা হচ্ছে, এখন এদেশে প্রায় ৬ কোটি লোক দারিদ্র্যসীমার নিচে। আজকে করোনার যে আঘাত এসেছে সেই আঘাত সহ্য করতে পারছে না বাংলাদেশ, অর্থনীতি সহ্য করতে পারছে না।

মির্জা ফখরুল বলেন, আজকে আরো দুই কোটি লোক নতুন করে দরিদ্র হয়ে গেছে। একদিকে কিছু লোক লুটের, দুর্নীতির মধ্য দিয়ে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে, অন্যদিকে দরিদ্র মানুষ আরো দরিদ্র হয়ে যাচ্ছে। মির্জা ফখরুল বলেন, গোটা দেশে এখন দুর্নীতিতে পরিপূর্ণ হয়ে গেছে। সেই ১৯৭৫ সালে যে উদ্দেশ্য ছিল যে, বাংলাদেশকে একটা নতজানু দেশ হিসেবে পরিণত করবে, পরনির্ভরশীল অর্থনীতি হিসেবে তৈরি করবেম সেই উদ্দেশ্যে তারা (সরকার) এখনও কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সরকার শেয়ার মার্কেট থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। মানিলন্ডারিং এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে, এখন সরকার নিজে বলছে এটা নিয়ন্ত্রণ করা দরকার।