স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ান ও নন্দীর গাঁওয়ের বৃক্ষরোপণ

0
650
blank
blank

জগন্নাথপুর প্রতিনিধি : সমাজ বিনির্মানের জন্য সর্বক্ষেত্র থেকেই কিছু কিছু ভালো কাজ করা দরকার। তারই অংশ হিসেবে স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী ও নন্দীর গাঁও যে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি গ্রহন করেছে সত্যিই প্রশংসার দাবিদার।তাদের এই ভালো কাজে আমরা যার যার অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা করতে পারি সেটুকু প্রত্যাশা করছি।দেশ এবং বিদেশের যারা সব সময় তাদের ভালো কাজে সহযোগিতা করছেন আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই-আজ (২৪ই আগস্ট) শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুরের পাঠলী ইউনিয়নের সাচায়ানী ও নন্দীর গাও গ্রামের স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী ও নন্দীর গাও এর আয়োজনে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচিতে শ্রিরামশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাচায়ানী ও নন্দীর গাও গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুল মালেক সাহেব প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী ও নন্দীর গাও এর প্রতিষ্টাতা সভাপতি তৈয়বুর রহমান এর সভাপতিত্বে ও যুন্ম সাধারণ সম্পাদক সাইদুল হাসান এর পরিচালনায় কুরআন তেলাওয়াত করেন পাঠাগার সম্পাদক ফয়জুর রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্টুডেন্ট ওয়েলফেয়ার ট্রাস্ট সাচায়ানী ও নন্দীর গাও এর উপদেষ্টা সাজ্জাদ মিয়া,নুরুল ইসলাম, শাহিন মিয়া,মুহিবুর রহমান,ট্রাস্টের সহ সভাপতি শুয়েবুর রহমান।গ্রামের দুটি মাদ্রাসা,একটি প্রাইমারি স্কুল, চারটি মসজিদ ও সদস্যদের মধ্যে ৫০ এর অধিক বিভিন্ন জাতের চারা গাছ রোপণ ও বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক শাহ শামিম,স্কুল সম্পাদক হাসান,সহ অর্থ সম্পাদক নাঈম,সমাজ কল্যাণ সম্পাদক কামরুল, সদস্য সাইফুরসহ আরো অনেকে।